মনির মোল্যা : ফরিদপুরের সালথায় বৃহস্পতিবার শুরু হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষা সকালে সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকালে পরীক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাথে নিয়ে ৩০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের বলেন, এবছর সালথায় জেএসসিতে ৪টি ও জেডিসিতে ১টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। পরীক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে সেজন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনি মোতায়েন রয়েছে। তিনি আরো জানান, সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সহ, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়, সালথা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি বাংলা পরীক্ষায় মোট ১৬৮২ জন পরীক্ষার্থী ছিল এর মধ্যে ৩২ জন অনুপস্থিত রয়েছে।
এছাড়া উপজেলার সালথা কলেজ কেন্দ্রে জেডিসির পরীক্ষা কেন্দ্র সচিব মাওলানা আবু সায়েম কাজী বলেন, প্রশাসনের সহায়তায় সুন্দর পরিবেশে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। কুরআন মজিদ পরীক্ষায় উক্ত কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৪২ জনের মধ্যে অনুপস্থিত ছিল ১২ জন।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মাকছুদুল ইসলাম বলেন, আমি সবগুলো পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। নকল মুক্ত সুষ্ট সুন্দর পরিবেশে জেএসসি ও জেডিসি পরিক্ষা শুরু হয়েছে। নকলের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষনা করেছি।