মনির মোল্যা : সালথায় আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা এমপির পক্ষে নির্বাচনী সভা অনুষ্টিত। রবিবার বিকাল ৫টায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের জয়কালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্টিত হয়।
উক্ত সভায় জেলা ছাত্র লীগের সহ-সভাপতি দেবাশিষ মজুমদার নয়নের সভাপতিত্বে অন্যদের মোধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়নের ৩নংওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান মেম্বার, সাধারণ সম্পাদক জামাল মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নিত্য রায়, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাতুব্বর, আওয়ামী লীগনেতা ওহাব মাতুব্বর, ওয়াড মেম্বার খবির মোল্লা, সংগঠনিক সম্পাদক বুলবুল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রায় মোহন রায়, সাধারন সম্পাদক ওবায়দুর প্রমুখ।
উক্ত সভায় বক্তারা বলেন, নৌকা মার্কায় ভোট দিন, দেশের উন্নয়নে অংশ নিন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের ব্যাপক উন্নয়ন হয়। বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উচু করে দাড়ায়। তাই উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে। নৌকা মার্কায় ভোট দিতে হবে।