মনির মোল্যা : সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সাংস্কুতিক উৎসব ও উন্নয়ন মেলা উপলক্ষে ফরিদপুরের সালথায় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্তরে এ অনুষ্ঠানের আয়োজন করেন। এর আগে সকালে একটি শোভাযাত্রা বের হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান সর্দার, উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের, যুব উন্নয়ন অফিসার মোস্তফা আহসান কামাল, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ মাতুব্বার, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু প্রমূখ।
এর আগে সকাল ১০ টায় সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় ফুল ও মুক্তিযুদ্ধের গল্প বলা প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।