মনির মোল্যা : ফরিদপুরের সালথায় সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল ৩ টায় উপজেলা হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মো রাহাত ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মোঃ লিয়াকত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান, সহসভাপতি আবু নাসের হুসাইন, এম. কিউ হোসাইন বুলবুল, দপ্তর সম্পাদক মজিবর রহমান, মনির মোল্যা, সদস্য আজিজুর রহমান প্রমূখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশে বলেন, উন্নয়নের কাজে সংবাদকর্মীরা প্রশাসনের সহযোগিতা করবে বলে আশা করি। এসময় বস্তু-নিষ্ঠা সংবাদ পরিবেশন করার আহব্বান জানান তিনি। বুধবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় সালথা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে তিনি যোগদান করেন।