মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজ বিরোধী গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বুধবার বিকাল ৫টায় সাড়–কদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মদ ফকিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা খশবু মোল্যা, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো)র কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরুন কুমার সরকার, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, দেলোয়ার মোল্যা, আমিনুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, ্ওয়াহিদুজ্জামান ওহিদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেবাশীষ মজুমদার নয়ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবার লাবু চৌধুরীর নেতৃত্বে আটঘর ইউনিয়নসহ সালথা উপজেলা থেকে সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজকে দমন করতে হবে। এ অঞ্চলে কোন সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর ঠাই হবে না। এসময় বক্তারা নগরকান্দা-সালথার বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা, গট্টি ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়ার মুক্তির জন্য সরকারের কাছে জোর দাবী জানান।