মনির মোল্যা : ফরিদপুরের সালথায় ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসার শীতকালীন খেলাধুলা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। কারিগরি ক্রীড়া সমিতির উদ্যোগে মঙ্গলবার (৮ জানুয়ারী) সকাল ১১ টায় সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, সাালথ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, একাডেমিক সুপার সপ্না বৈদ্য, সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক আলমগীর হোসেন প্রমূখ। উক্ত ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।