মনির মোল্যা : ফরিদপুরের সালথায় শিক্ষার্থীদের সাথে মাদক বিরোধী সচেনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলার সালথা সরকারী কলেজে এ সভা করেন। এসময় কলেজের বিভিন্ন শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের সাথে মাদকের বিরুদ্ধে সচেনতামুলক কথা বলেন সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন।
তিনি এসময় শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যত। তাই মাদকের ভয়াল থাবা থেকে তোমাদের দূরে থাকতে হবে। তাহলেই আমরা সুখি সমৃদ্ধ দেশ গড়তে পারবো। তিনি আরো বলেন. বর্তমান সরকার মাদক বিরোধী সরকার। এসরকার মাদকের বিরুদ্ধে জিরো-টলারেন্স ঘোষনা করেছে। তাই প্রতিটি শিক্ষার্থীকে মাদকের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপাধাক্ষ্য মাছরুর খান সবুজ, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।