সালথা’য় মুক্তিযোদ্ধার বাড়িতে দুধর্ষ চুরি

 

মনির মোল্যা :   ফরিদপুরের সালথায় মুক্তিযোদ্ধার বাড়িতে দুধর্ষ চুরি হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার ভোর রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামে বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন মুন্সীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন জানান, রবিবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে তার বাড়ির ঘরের টিন কেটে দরজা খুলে ঘরে প্রবেশ করে মূখে কালো কাপড় বাধা দুইজন চোর।

এসময় ঘরে ঘুমিয়ে থাকা মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, স্ত্রী কোহিনুর বেগম, পুত্রবধু, নাতী ও ছোট কন্যা চিৎকার চেচামেচি করতে গেলে চোরেরা অস্ত্র ঠেকিয়ে জীবন নাশের হুমকি দিলে সবাই জীবনের ভয়ে চুপ করে থাকেন। তখন চোরেরা আলমারী ভেঙ্গে প্রচুর নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনার সময় ঘরের বাহিরে পাহারায় আরো লোক থাকার সংকেত পাওয়া গেছে। এঘটনায় থানায় অভিযোগ করা হবে বলে কোহিনুর বেগম সাংবাদিকদের জানিয়েছেন।

মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের বড় ছেলে সোহাগ রেজা ঢাকায় মাইটিভিতে চাকরি করেন। ছোট ছেলে সবুজ মুন্সী পুলিশের চাকরি করেন। ছোট মেয়ে ঢাকায় লেখা-পড়া করেন। বাড়িতে স্ত্রী, পুত্রবধু ও নাতী থাকেন। ছোট মেয়ে দুইদিন আগে ঢাকা থেকে বাড়িতে এসেছেন।

সালথা থানার তদন্ত অফিসার মো: আহাদুজ্জামান মিয়া বলেন, চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments