মনির মোল্যা : ফরিদপুরের সালথায় র্যাবের হাতে আটককৃত বাবুল মোল্যা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ১বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বাবুল উপজেলার আটঘর ইউনিয়নের বাবুইখোলা গ্রামের শাহজাহান মোল্যার ছেলে।
জানা যায়, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের অধিনায়ক মো. রইছ উদ্দীনের নেতৃত্বে এস.আই আশরাফুল ইসলামসহ র্যাবের একটি টিম উপজেলার পুটিয়া বাজারে অভিযান চালিয়ে বাবুল মোল্যাকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। আটকের পর বিকাল ৫টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ মোবাশ্বের হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত বাবুল মোল্যাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেন। কারাদন্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী বাবুলকে সন্ধায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে।