মনির মোল্যা : ফরিদপুরের সালথায় মাদকের বিরুদ্বে সচেতনার লক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে, ও সালথা থানা পুলিশের প্রচারনায় মাদক বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার ৭৬ টি প্রাথমিক বিদ্যালয় ও ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১৫৩ জন কোমলমতি শিশু ও ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করে। মাদকের অপকারিতা নিয়ে প্রতিযোগিদের অংকন করতে বলা হয়। এক ঘন্টার চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীরা মাদকের ভয়বহতা নিয়ে বিভিন্ন ধরনের চিত্র অংকন করে ।অংশগ্রহনকারী সকল শিশুকে পুলিশ সুপারের পক্ষ থেকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয় । এর মধ্যে ক্রমানুসারে ১২ জন শ্রেষ্ঠ শিক্ষার্থী বিজয়ীদের প্রত্যেককে স্কুল ব্যাগ পুরস্কৃত করা হয়।
পুলিশের এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জামাল পাশা, সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দিন, উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খাঁন। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জনাব কৃষ্ণ চক্রবর্তী সহ পুলিশ প্রশাসনের সদস্য, সাংবাদিক ও প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষয়িত্রী বৃন্দ। অনুষ্ঠানের সার্বিক পরিচালানার দায়িত্বে ছিলেন ফরিদপুরের সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়ের চারু ও কারুকলা শিক্ষক হারুনার রসিদ।
এসময় উপস্থিত বক্তরা বলেন, মাদকের ভয়াবহতা যুবসমাজকে ধংসের দিকে ঠেলে দিচ্ছে। এ বছরে মাদকসেবী ও ব্যবসায়ী প্রায় দুইশত জন কে আমরা আইনের নিকট সোপর্দ করেছি। মাদক এখন বাংলাদেশের জাতীয় সমস্যায় পরিনত হয়েছে তাই আমরা মাদকের বিরুদ্বে লালকার্ড প্রদর্শন করি। সমাজ থেকে মাদক নির্মূল করতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। পাশাপাশি এ ধরনের অনুষ্ঠান করতে হবে এটা পুলিশের একার পক্ষে সম্ভব না। মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা কামনা করছি-বৃহত্তর ফরিদপুরকে আমরা মাদকমুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ্ ।