মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার সদর বাজার মনিটরিং করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সদর বাজারে ৩জন ব্যবসায়ীকে জরিমানা করেন।
জানা যায়, ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান মঙ্গলবার সকালে সালথা উপজেলা সদর বাজারে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম পরিচালনা করেন। এসময় ভোক্তা অধিকার আইনে সঞ্জয় মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার, সুজন মিষ্টান্ন ভান্ডারকে ১হাজার ও পরেশ সাহা ষ্টোরকে ২হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক বজলুর রশীদ খান।
ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।