মনির মোল্লা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। বুধবার দুপুর ১২টায় র্যালীটি বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক অলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাসির আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, উপজেলা মাধ্যমিক একাডেমীক সুপার ভাইজার সপ্না রানী বৈদ্য, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কর্মচারীবৃন্দ।