মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় নানা আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয় চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮। এই মেলা ঘিরে উপজেলা চত্তরে তৈরি করা হয়েছে একাধিক স্টল।
বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা বানিজ্য মেলায় সারা দেশে একযোগে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্তর থেকে সদর বাজার প্রদক্ষিন করে উপজেলায় গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, মৎস্য অফিসার সৈকত মল্লিক, শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা খানম, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, শিক্ষক নেতা জাহিদুর রহমান প্রমূখ।