মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার ৫০ টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা সালথা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনে দিনব্যাপি এই প্রশিক্ষন কর্মশালা শুরু হয়।
সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রথম পর্যায় প্রশিক্ষন শেষে, আবার দুপুর ২ টা থেকে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষন শুরু হয়ে তা বিকাল ৫ টা গিয়ে শেষ হয়। উপজেলার সালথা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের দিনব্যাপি এই প্রশিক্ষন কর্মশালায় প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষন প্রদান করা হয়।
এসময় ফরিদপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন , সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ তেলায়েত হোসেন ও জেলার প্রত্যেক উপজেলার নির্বাচন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।