মনির মোল্যা : ফরিদপুরে সালথায় প্রথমিক শিক্ষা সমাপনি পরিক্ষায় উপজেলার সেরা শিক্ষার্থী এস, এম সাবিত হোসেন। সাবিত সালথা সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদুর রহমানের ছেলে। উপজেলা সেরা হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপির হাত থেকে পুরুস্কার পেয়েছেন সাবিত।
জানাযায় এস,এম সাবিত সমাপনী পরীক্ষা-১৮ তে জিপিএ-৫ সহ সালথা উপজেলার মোধ্যে থেকে (৫৯৩)নম্বর পেয়ে উপজেলা সেরা হয়েছে। তার জন্য তার বাবা-মা সকলের কাছে দোয়া চেয়েছে। সাবিত বড় হয় ইন্জিনিয়ার হতে চায়।