মনির মোল্যা : ফরিদপুরের সালথায় প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ও দলিত হরিজন উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপবৃত্তিপ্রাপ্তদের মাঝে এই চেক বিতরণ করা হয়।
উপজেলা সমাজ সেবা অফিস সুত্রে জানা যায়, উপজেলায় ৯২ জনকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ও ৪২ জনকে দলিত হরিজন উপবৃত্তির চেক বিতরণ করা হচ্ছে। সোমবার সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান ১০ জন উপবৃত্তিপ্রাপ্তদের হাতে চেক তুলে দেন। এসময় উপজেলা সমাজ সেবা অফিসার ফজলে রাব্বি নোমান ও সমাজ সেবা অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দু-চার দিনের মধ্যে উপবৃত্তিপ্রাপ্ত প্রতিবন্ধী শিক্ষার্থী ও দলিত হরিজনরা পর্যায়ক্রমে চেক পাবেন।