মনির মোল্যা : ফরিদপুরের সালথায় পানিতে পড়ে সাইফুল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ মালঞ্চা নদীতে তার লাশ পায় স্থানীয়রা। শিশু সাইফুল ঐ গ্রামের আলতাপ মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুর ২টার দিকে সাইফুল ইসলামকে খুজে পাচ্ছিল না পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টার দিকে আলতাপ মোল্যার বাড়ির দক্ষিনপাশে মালঞ্চা নদীতে ভাসমান অবস্থায় সাইফুলের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পরিবারের লোকজন সাইফুলের লাশ পানি থেকে উঠায় আনে। ঘটনাস্থলে সালথা থানা পুলিশ ছুটে যান। পানিতে ডুবে সাইফুলের মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছেন।