মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামে পল্লী বিদ্যুতের শুভ উদ্বোধণ করেন শাহদাব আকবার লাবু চৌধুরী। রবিবার দুপুর সাড়ে ১২টায় জয়ঝাপ উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার বাবু রাম শংকর রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র, বিশিষ্ট কৃষিবিদ ও সমাজ সেবক শাহদাব আকবার লাবু চৌধুরী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, পল্লী বিদ্যুতের এজিএম সনদ কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, খোরশেদ খান, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজ আলী, উপজেলা মহিলা নেত্রী চৌধুরী জানে-ই মারজানা সারমিন, নগরকান্দা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল।
জয়ঝাপ ও আগুলদিয়া গ্রামে ৪ কিলোমিটার জুড়ে ২২৪টি গ্রাহকের মাঝে বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে। এরমধ্যে ১৮০টি গ্রাহক নতুন সংযোগ পাচ্ছে বলে উপজেলা পল্লী বিদ্যুত সমিতির ইনচার্জ বাবু সুভাস চন্দ্র জানিয়েছেন।