মনির মোল্যা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-২, আসনের নৌকার মাঝি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে নৌকার মিছিল অনুষ্টিত । ফরিদপুরের সালথা উপজেলার সদর বাজারে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় নৌকা মার্কার মিছিল অনুষ্টিত হয়েছে। মিছিলটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাওলিকান্দা বাসষ্টান্ডে গিয়ে শেষ হয়।
এসময় মিছিলে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ নাছিরুদ্দিন চৌধুরী, সংসদ উপনেতার মেজপুত্র সাজিদ আকবর চৌধুরী, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন চৌধুরী, কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতা শাহ্ জামান বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, যুবলীগ নেতা শওকত হোসেন মুকুল, আজাদ হোসেন, সোহেল মাহামুদ প্রমূখ ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে উন্নয়নের অংশিদার হোন। আগামী ৩০ ডিসেম্বারে ব্যালটের মাধ্যমে নৌকা মার্কায় সাজেদা চৌধুরীকে ভোট দিয়ে আবার উন্নয়ন করার সহযোগিতা করুন।