মনির মোল্যা : ফরিদপুরের সালথায় নিরোধ চন্দ্র শিকদার হত্যা মামলায় ৩জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার ফরিদপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. হেলালুদ্দিন এ রায় প্রদান করেন। এসময়
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রুবেল সর্দার(২৬), আলেম মোল্যা (২৪) ও রাসেল খান (২৫) আদালতে উপস্থিত ছিলেন। সরকার পক্ষের নিয়োজিত আইনজীবি এ্যাড. দুলাল সরকার বলেন, সকল সাক্ষী প্রমাণে আসামীরা দোষী সাব্যেস্ত হওয়ায় আদালত আসামীদেরকে সাজা দিয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট। আসামী পক্ষের এক আইনজীবি এ্যাড. মো. ইব্রাহিম হোসেন বলেন, আমার মক্কেল এই মামলার আসামী রুবেলের বিরুদ্ধে কোন সঠিক তথ্য ও চুরি হয়ে যাওয়া কোন মালামাল পায়নি। এ রায়ে আমরা সন্তষজনক নই। তাই আমরা উচ্চ আদালতে যাবো।
উল্লেখ, ২০১৬ সালের ২০ ফেব্রুয়ারী রবিবার রাত্রে উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া গ্রামে মৃত মোকন্দ শিকদারের ছেলে নিরোধ শিকদারের বাড়িতে চুরি সংঘঠিত হয়। এসময় চোরেরা নিরোধ শিকদারকে হত্যা করে। এঘটনায় নিহতের ছেলে অপূর্ব শিকদার বাদী হয়ে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শেসন মামলা নং-২০৯/১৭।
মামলার উপ-পরিদর্শক এসআই মো. জিল্লুর রহমান বলেন, ঘটনার কয়েকদিন পরে আসামী আলেমকে আটক করে জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তমূলক জবানবন্দী প্রদান করে।