মনির মোল্যা : ফরিদপুরের সালথায় ইয়াবাসহ শহীদুল ইসলাম (৩২) ও গাঁজাসহ মাসুদ মল্লিক (৩০) নামে দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি ও সাড়ু–কদিয়া বাজার এলাকা থেকে তাদেরকে পৃথকভাবে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা পুলিশের একটি টিম মঙ্গলবার বিকালে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামে অভিযান চালিয়ে ২১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ নকুলহাটি গ্রামের মৃত নঈমুদ্দিনের ছেলে শহীদুল ইসলামকে আটক করা হয়।
এছাড়াও একই দিনে ইউনিয়নের সাড়ু–কদিয়া বাজার এলাকা থেকে ২০ গ্রাম গাঁজাসহ সেনহাটি গ্রামের মৃত মোসলেম মল্লিকের ছেলে মাসুদ মল্লিককে আটক করা হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মাদক মামলা দিয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।