সালথা (ফরিদপুর) প্রতিনিধি : স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদযাপিত হয়। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে র্যালী বের করেন। র্যালী শেষে মাছের পোনা অবমুক্তকরণ ও উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, উপজেলা যুব উন্নয়ণ অফিসার আহসান কামাল, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন, মৎস্য চাষী আবু আলম প্রমুখ।