মনির মোল্যা : স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা সমাজ সেবা অফিসার ফজলে রাব্বি নোমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া প্রমূখ।
এক অসাধারণ দিন বদলের আভাস দিয়ে ৭দিনের এই জাকজমকপূর্ণ উৎসব শেষে মাছ চাষে অনন্য ভূমিকা রাখার জন্য উপজেলার তিন জন সফল মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হয়।