মনির মোল্যা : পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ফরিদপুরের সালথায় জমে উঠেছে ঈদের বাজার। ঈদ আসতে এখনও দু-সপ্তাহ বাকি। তবে এরই মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে জমতে উঠতে শুরু করেছে ঈদ বাজার। সকাল থেকে বিকাল পর্যন্ত মহিলাদের আনাগোনা দেখা যাচ্ছে মার্কেটগুলোতে। ঈদের পোশাকে বৈচিত্রময় নকশার পাশাপাশি দোকানে হরেক রকমের কাপড় রেখেছেন ব্যবসায়ীরা।
ভ্যাপসা গরমে আরাম আর স্বস্তির বিষয়টি মাথায় রেখে বেশিরভাগ পোশাক তৈরি হয়েছে সুতি, ভয়েল, তাত, সুতি-জর্জেট, লিলেন, সিল্ক, হাফসিল্ক ও মসলিন কাপড়ে। আর তাতে জমকালো ভাব ফুটিয়ে তুলতে ব্যবহার হয়েছে জারদৌসি, ব্লক, কারুচুপি, অ্যাপ্লিক, এমব্রয়ডারির কাজ।
সালথা সদর বাজার মহিলা মার্কেটের পোশাক বিক্রেতা মো. মামুন হোসেন জানান, বছরজুড়ে কোন ফ্যাশান চলবে তা নির্ধারণ হয় ঈদ মৌসুমেই। অন্যদিকে বছরের বেশি পোশাক বিক্রি হয় ঈদের সময়। তবে বিদেশী পোশাকে চাহিদা বেশি থাকায় দেশিয় পোশাক কম বিক্রি হয়। বিভিন্ন পোশাক ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, বিদেশী পোশাক আমদানী বন্ধ করা গেলে দেশীয় পোশাকে ভীত মজবুতের পাশাপাশি বাড়বে সরকারের রাজস্ব আয় ।