মনির মোল্যা : ফরিদপুরের সালথায় ছয় মাসে ৪৮জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এবছরের জানুয়ারী মাস থেকে ৫জুলাই পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদেরকে আটক করে সালথা থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, প্রতি মাসের বিশেষ অভিযানে ৩জানুয়ারী থেকে ৫জুলাই পর্যন্ত ৪৮জন মাদক ব্যবসায়ীকে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। সালথা থানায় এই ছয় মাসে ৪১টি মাদক মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আটককৃতদের আদালতে পাঠানো হয়। এছাড়াও মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আজাদকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এখনও কিছু মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। তাদেরকে পাওয়া মাত্রই আটক করা হবে।
সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান বলেন, ছয় মাসে ৪৮জন ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ব্যবসায়ীকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোরভাবে অভিযান চালাচ্ছে। মাদকসহ যাকে পাওয়া যাবে, তাকেই পুলিশ আটক করবে।