মনির মোল্যা : ফরিদপুরের সালথায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই পাচু মিয়া (৪৭) প্যারালাইসিসে আক্রান্ত হয়েছে। পাচু মিয়া উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে। এঘটনায় শুক্রবার সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আহতের ছেলে মাছুদ মিয়া।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টার দিকে পৈতৃক সম্পত্তি নিয়ে জয়কাইল গ্রামের পাচু মিয়ার সাথে তার ছোট ভাই আনোয়ার মিয়ার কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে আনোয়ার মিয়া ক্ষীপ্ত হয়ে বড় ভাই পাচু মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে পাচু মিয়া গুরুতর আহত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশংকা হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের ছেলে মাছুদ মিয়া বলেন, আমার দাদীর অসুস্থতার সুযোগে আমার ছোট চাচা জোর করে দাদীকে দিয়ে তার নামে জমি দলিল করে নিয়েছে। এবিষয়টি আমার বাবা ছোট চাচার কাছে জিজ্ঞাসা করতে গেলে তার উপর হামলা চালায় ছোট চাচা ও তার ছেলে। এতে আমার পিতা পাচু মিয়া মারাত্বকভাবে আহত হয়। আঘাতে তার মাথার ভিতর রক্ত জমে যায়। তাকে বাচাঁতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা মাথায় একটি অপারেশন করেছেন। অপারেশন করার পর আমার বাবার প্যারালাইসিস হয়ে যায়।
বৃহস্পতিবার বিকালে আমার বাবাকে হাসপাতাল থেকে রিলিজ করেছে। এঘটনায় আমি বাদী হয়ে আনোয়ার মিয়া ও তার ছেলে হাদিস মিয়ার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, এবিষয়ে থানায় একটি অভিযোগ এসেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।