সালথায় চৌধুরী ইউনুছ আলী গোল্ডকাপ টুণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মনির মোল‍্যা : ফরিদপুরের সালথায় চৌধুরী ইউনুছ আলী গোল্ডকাপ ফুটবল টুণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। এ খেলায় সালথা মহিলা মার্কেট একাদশ বনাম ফল ব্যবসায়ী একাদশ অংশগ্রহন করে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবার চৌধুরী লাবু।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক ও খেলা পরিচালনা কমিটির আয়োজক চৌধুরী সাব্বির আলীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল এফ.এম মহিউদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দৌজা শুভ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সর্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাব্বির হাসান, খোরশেদ খান, আসাফো নেতা সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, মহিলা আওয়ামী নেত্রী জানেই মারজানা সারমিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেবাশীষ মজুমদার নয়ন, উপজেলা ছাত্রলীগের -সভাপতি রাকিবুল হাসান জুয়েল।

উক্ত খেলায় দু’দলকে বিজয়ী ঘোষনা করে বিজয়ীদের মাঝে প্রধান অতিথী পুরুস্কার বিতরন করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments