মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের আশ্রায়ন কেন্দ্রের ২ নং লাইনের ৫নং রুমের আকু শেখের মেয়ে, রূপসি আক্তার (১৮) পেটে ব্যাথা জনিত রোগের চিকিৎসার অভাবে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
আশ্রয়নে বসবাসরতরা জানান, গত ২৮জুন বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১০ টায় পেটের ব্যাথা মারাত্বকভাবে বেড়ে গেলে তা সহ্য করতে না পেরে গলায় উড়না পেচিয়ে নিজ ঘরেই আঁড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। নিহতের মা নিহার বেগম বলেন, মেয়েটি দীর্ঘদিন ধরে পেটের ব্যাথায় ভূগছিল। টাকার অভাবে মেয়েটিকে আমরা চিকিৎসা করাতে পারি নাই। ঘটনার রাতে আমার স্বামী খালে মাছ ধরতে গিয়েছিল আর আমি আমার স্বামীকে খাবার দিতে গিয়েছিলাম। ঘরে ফিরে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে উড়না কেটে নামিয়ে তাৎক্ষনিক ভাবে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে কর্ত্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে আজ সকালে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের লাশ এনে মর্গে প্রেরন করেছেন।