মনির মোল্যা : ফরিদপুরের সালথায় আফজাল শেখ (৪৫) নামে এক কুখ্যাত ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদি বাজার থেকে সালথা থানা পুলিশ তাকে আটক করে। আফজাল ঐ ইউনিয়নের বাতাগ্রামের মৃত সফিউদ্দীন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কুখ্যাত আফজাল নিজেকে র্যাবের অফিসার, কখনও ডিবির অফিসার বলে পরিচয় দিয়ে অভিনব কায়দায় ডাকাতি করেছেন। আফজাল ডাকাতের বিরুদ্ধে ঢাকার সাভার থানা, তেজগাও থানা ও বঙ্গবন্ধু সেতু পুর্ব থানায় ডাকাতি মামলা রয়েছে। সাভার থানা মামলা নং ২১/২০১৪ইং। তেজগাও থানা মামলা নং ৬১/ ২০১৩ইং। বঙ্গবন্ধু সেতু পুর্ব থানা মামলা নং ০৪/২০১৪ইং। এসব মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় বুধবার বিকালে সালথা থানার একটি পুলিশ টিম অভিযান চালিয়ে কাগদি বাজার থেকে তাকে আটক করে। স্থানীয়রা জানান, আফজাল এলাকায় কোন অঘটন ঘটায়নি। তবে সে এলাকার বাহিরে ডাকাতি করার কথা শোনা গেছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, আফজালের বিরুদ্ধে ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।