মনির মোল্যা : ফরিদপুরের সালথায় আসমা বেগম (৪৪) নামে এক মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামে এঘটনা ঘটে।
আসমা ঐ গ্রামের কৃষক সাহেব আলীর স্ত্রী। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে নাজমুল মোল্যা বলেন, আমার মায়ের মাথার সমস্যা আছে। ঘটনার আগের দিন রাত থেকে তার প্রচন্ড পেট ব্যাথা ও মাথার সমস্যা বেড়ে ওঠে। পেটের ব্যাথা সহ্য করতে না পেরে বৃহস্পতিবার ভোর রাতে বাড়ির পার্শ্বে পুকুর পাড়ে শজিনা গাছের ডালের সাথে পড়নের কাপড় গলায় পেচিয়ে আত্মহত্যা করেছে বলে আমাদের দাবী।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, আমরা আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।