মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার মাকছুদুল ইসলামের সাথে, সালথা উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শুভেচ্ছা বিনিময়। সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্টিত হয়।
শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মাদ জাহিদুর রহমান, একে এম শরিফুল ইসলাম, মোঃ ফজল্লাহ্ আজাদ, পিকুল হোসেন, শাহাজাহান শেখ, সৈয়দ মনির হোসেন, শফিকুল ইসলাম, আসাদ মিয়া, লুৎফর রহমান, বিকাশ শীল সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সালথা উপজেলার প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে সকলকে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে।