মনির মোল্যা : ফরিদপুর-২, আসনের সালথায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রভিত্তিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত ৯টায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে দেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী। আরো বক্তব্যে রাখেন, উপনেতার মেজপুত্র সাজেদ আকবর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইনবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, খোরশেদ খান, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন টুকু, মনির হোসেন মোল্যা, আনোয়ার মোল্যা, মো. শাহীনুর রহমান, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. কাইয়ুম মোল্যা।
উক্ত জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে লাবু চৌধুরী বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী যখন এই এলাকায় তার জন্মভূমিতে পা রাখলেন, তখন কোথাও কোন রাস্তা-ঘাট ছিলো না। নৌকা ও ভ্যানে চড়ে তিনি বিভিন্ন এলাকায় যেতেন। মানুষের সুখ-দুঃখের খবর নিতেন। হাটতে হাটতে আমার মায়ের পা ফেটে রক্ত ঝড়তো। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন আমার মা এই এলাকার উন্নয়ন শুরু করেন। এখন কোথাও কাচা রাস্তা নেই। এখন আর হাটতে হয়না। তিনি তার সারাটা জীবন দেশ ও মানুষের জন্য আত্মত্যাগ করেছেন। তার শেষ বয়সে, তার সম্মানে ও উন্নয়নের স্বার্থে ৩০ ডিসেম্বার নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন।