মনির মোল্যা : ফরিদপুরের সালথায় পৃথক অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক কৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ সুত্রে জানা, মঙ্গলবার রাত ৯ টায় উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে রায়েরচর গ্রামের দাউদ মোল্যার ছেলে গিয়াসউদ্দিন মোল্যা (২৭) কে ১৫ পিস ইয়াবাসহ রাত ৯ টায় আটক করে সালথা থানার এস আই মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি টিম। অপর দিকে একই গ্রামের ওমর মাতুব্বরের ছেলে তুহিন মাতুব্বর (২৮) কে ১২ পিস ইয়াবাসহ রাত সাড়ে দশ টার দিকে ফুলবাড়িয়া বাজর এলাকা থেকে আটক করে থানার পিএসআই রবিউল ইসলাম । জানা যায় ফুলবাড়িয়া এলাকায় এরা দুজনেই স্থানীয় প্রভাবশালী কিছু অসাধূ লোকের ছত্রছায়ায় দীর্ঘ দিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খাঁন বলেন, গত রাতে পৃথক অভিযান চালিয়ে ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে দুই ব্যাক্তি কে ২৭ পিস ইয়াবা সহ আটক করা হয়। আটককৃতদের মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে প্রেরন করা হয়েছে।