মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নারী নির্যাতনসহ একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হাবিবুর রহমান হবি মোল্যা (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সালথা থানা পুলিশের একটি টিম ফরিদপুর থেকে তাকে গ্রেফতার করে। হবি মাঝারদিয়া ইউনিয়নের কাকদি গ্রামের মৃত রহমান মোল্যার ছেলে।
পুলিশ জানায়, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি মোল্যার বিরুদ্ধে নারী নির্যাতন ও মারামারীসহ ৪টি মামলা আছে। এরমধ্যে দুটি মামলার ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে ফরিদপুর থেকে হবি মোল্যাকে গ্রেফতার করা হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, নারী নির্যাতনসহ একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি মোল্যাকে গ্রেফতার করা হয়েছে।