মনির মোল্যা : জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, সাজেদা চৌধুরী মানেই আওয়ামী লীগ। আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী আওয়ামী লীগের দুঃহসময়ে জীবন বাজি রেখে দলের হাল ধরেছিলেন। দলের পিছনে তিনি সারাটা জীবন ব্যায় করেছেন। কখনও অন্যায়ের সাথে আপোষ করেন নাই। তিনি এই সালথা-নগরকান্দায় ব্যাপক উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে সাজেদা চৌধুরীকে বিজয়ী করুন।
মঙ্গলবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় লাবু চৌধুরী একথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমাছ খানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, পুড়েপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ মান্নান ফকির, আওয়ামী লীগ নেতা বুলবুল সর্দার, ওদুদ মাতুব্বার, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, ইউপি সদস্য ঈমান আলী।