মনির মোল্যা : শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় আনসার ও ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে সোমবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সমাবেশ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফরিদপুর জেলা কমান্ড্যান্ট এনামুল খান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক মীর সাহীদুল ওমর, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা নির্বাচন অফিসার মোঃ তেলায়েত হোসেন, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান, তদন্ত অফিসার মোঃ আহাদুজ্জামান মিয়া, বোয়ালমালী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা পিযুষ কুমার ঘোষ, উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার আতিকুর রহমান প্রমূখ।
এসময় আনসার ভিডিপির বছর শেষে ভাল কাজের মুল্যায়নের জন্য সকল ইউনিয়ন ভিডিপি কমান্ডার, দলনেতা ও দলনেত্রীদের পুরস্কৃত করা হয়।