মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার, সালথা সদর বাজারের আজ শুক্রবার পারফেক্ট কম্পিউটার একাডেমি কর্তৃক আইসিটি বিষয়ক এক ফ্রি সেমিনারের আয়োজন করা হয়। একাডেমিতে হাতে-কলমে প্রশিক্ষনপ্রাপ্ত কোর্স সম্পর্নকারী ৩০ জনের মধ্যে সনদপত্র বিতরন করা হয়।
সেমিনারে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী, চাকুরীজীবি, চাকুরি প্রত্যাশী ও শিক্ষিত বেকার ছেলেমেয়ে অংশগ্রহন করে। প্রতিষ্ঠানটি ২০১০ সাল থেকে এ পর্যন্ত ৫ শতাধিক ছাত্র-ছাত্রীকে কম্পিউটার প্রশিক্ষন নিয়ে জীবিকা অর্জনের পথ সুগম করেছে। এখানকার প্রশিক্ষক আইসিটিতে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদেরকে – এমএস অফিস এপ্লিকেশন, ওয়েব ডিজাইন, গ্রাফিকস ডিজাইন, ফ্রি-ল্যান্সিং সহ ৩ জন শিক্ষক নিয়মিত প্রশিক্ষন দিয়ে থাকেন। আইসিটির উপর দক্ষতা বাড়াতেই মূলত: আজকের এ সেমিনারের আয়োজন করা হয়েছিলো বলে জানান, প্রশিক্ষক সাইফুল ইসলাম মারুফ ও মো: জহির আলমাস।
এদিকে আজকের ফ্রি সেমিনারের মূখ্য আলোচক ফরিদপুর থেকে আগত সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ বশির আহমেদ বলেন, জ্ঞানার্জনের জন্য ফেসবুক ব্যবহার করতে হবে-অশালীন পোস্ট ও ফেক আইডি বর্জন করে শিক্ষনীয় বিষয়গুলো রপ্ত করতে হবে। আমার চেতনায় সবাই ভালো হোক তাই কামনা করি। তিনি আরো বলেন, কিশোর বাতায়ন নামে সরকার শিক্ষনীয় আইডি চালু করেছে সেটা পড়–ন, দক্ষতা, জ্ঞানার্জন করে সময়কে কাজে লাগান, বই পড়ুন জীবনটাকে অর্থবহকরে তুলুন, বেকার না-থেকে কম্পিউটার প্রশিক্ষন নিয়ে অর্থ উপার্জনকরে স্বাবলম্বী হোন ধন্যবাদ জানাই আয়োজকদের।