মনির মোল্যা : ফরিদপুরের সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, হাবিবুর রহমান লাভলু, আশ্রাফ আলী লিটু প্রমূখ।
উক্ত সভায় বক্তারা বলেন, উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভাল আছে। মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে সকলে মিলে পুলিশকে সহযোগিতা করতে হবে। তাহলেই সুন্দর ও সম্মৃদ্ধ উপজেলা গড়ে উঠবে।