মনির মোল্যা : ফরিদপুরের সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন, সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, আশ্রাফ আলী লিটু প্রমূখ।
উক্ত সভায় বক্তারা বলেন, উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভাল। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাই মিলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে ।