মনির মোল্যা : ফরিদপুরের সালথায় মো. রওশন খান (৫০) নামে হত্যা মামলার এক আসামী কারাবন্দী অবস্থায় হাসপাতালে মৃত্যুবরন করেছেন। শনিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যায়। রওশন খান উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত বাহাদুর খানের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, গত ২০১৭ ইং সালের ১০ই অক্টোবর তারিখে উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জহুরণ নেছা (৭০) নামে এক বৃদ্ধা সংঘর্ষের সময় মারা যায়। এঘটনায় সালথা থানায় একটি মামলা রুজু করা হয়। যাহার মামলা নং-০৭, তারিখ ১১/১০/১৭ ইং। এই মামলার ২নং আসামী ছিলেন রওশন খান। সালথা থানা পুলিশ এক মাস আগে তাকে আটক করে আদালতে পাঠায়। আদালত তাকে জেল-হাজতে প্রেরণ করেন। শনিবার বিকালে তিনি কারাগারের মধ্যে অসুস্থ হয়ে পড়লে কারাকর্তৃপক্ষ তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রওশন খান মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।