মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়জন করা হয়েছে।
বুধবার বিকালে সোনাপুর ইউনিয়ন পরিষদ চত্তরে ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের -সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যার সভাপতির বক্তব্যে বলেন বঙ্গবন্ধু ছিল বলেই আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাই বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনার সরকার এই দেশে বার বার দরকার, সাজেদা চৌধুরীর নেতৃত্বে আমরা ফরিদপুর ২আসন এর আওয়ামীলীগ সবসময় ঐক্যবোধ্য এ আসনে নৌকার বিজয় নিস্চিত। উক্ত আলোচনা সভায় বক্তব্যো রাখেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, সোনাপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ-সভাপতি রহিম মাতুব্বর সাধারন সম্পাদক সিরাজ মোল্যা, সাংগঠনিক সম্পাদক বাচ্ছু মাতুব্বার সহ সকল ইউপি সদস্য বৃন্দ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু জাতীর জনক শেখ মজিবর রহমান ও তার পরিবারের সকল নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় ও খাবার বিতরন করা হয়।