মনির মোল্যা : জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে সালথা-নগরকান্দায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সংসদ উপনেতার কনিষ্ঠ পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
শনিবার (২২ ডিসেম্বর) রাত ৯ টায় উপজেলা বল্লভদি ইউনিয়নের বল্লভদি গ্রামে হাবিবুর রহমানের বাড়িতে নির্বাচনী সভায় যোগদান করেন তিনি। এসময় ঘন কুয়াশা উপেক্ষা করে লাবু চৌধুরীর ডাকে সাড়া দেন শতশত ভোটাররা।
বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার দৌহিত্র সাহবাব আকবর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মো. মোহন মিয়া, ইটালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর যুগ্ম সম্পাদক সেলিম মোল্লা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, চরযশোরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রইছ খান মুন্না প্রমুখ।