মনির মোল্যা : জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২, আসনের আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে ফরিদপুরের সালথায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ডিসেম্বার ২০১৮ ) সন্ধ্যায় সালথা চৌধুরী বাড়িতে এ জনসভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে দেন সংসদ উপনেতার কনিষ্টপুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর সভাপতিত্বে উক্ত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, সৈয়দ আলী মীর, উপজেলা আওয়ামী মহিলা নেত্রী জানে-ই মারজানা সারমিন, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা বিপ্লব কুমার সাহা, সোহেল মাহমুদ, মনির হোসেন খান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সৈয়াদ মাতুব্বার, প্রচার সম্পাদক ইমদাদুল হক নাইচ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।
নির্বাচনী জনসভায় লাবু চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সৈয়দা সাজেদা চৌধুরীর জন্য এই সালথা-নগরকান্দা আজ রোল মডেলে পরিণত হয়েছে। এখানে উন্নয়নের কথা বললে একমাত্র সাজেদা চৌধুরীর নাম শোনা যাবে। উন্নয়নের স্বার্থে সৈয়দা সাজেদা চৌধুরীকে আবার নৌকা মার্কায় ভোট দিন।