মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মাহফুজ শেখ (৩৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ফরিদপুর আলীপুর ধানসিঁড়ি হোটেলের সামনে থেকে ইয়াবাসহ আটক করে। মাহফুজ সালথা উপজেলার বল্লভিদ ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত ইদ্রিস শেখের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ডিবি র ওসি মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম সদর থানার আলীপুর ধানসিঁড়ি হোটেলের সামনে থেকে মাহফুজকে আটক করে। এসময় তার কাছে ৪৪ পিচ ইয়াবা উদ্ধার করে। আটকের পর তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। মাহফুজ দীর্ঘদিন ধরে সালথা উপজেলার বল্লভদি ফুলবাড়িয়ায়-মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
ফরিদপুর ডিবির ওসি মোঃ রাকিবুল ইসলাম বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী মাহফুজকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে একটি মাদক মামলার প্রক্রিয়াধীন। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতী মামলা আছে।