মনির মোল্যা : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, ফরিদপুর ২-আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সংসদ উপনেতা সাজেদা চৌধুরী এমপির পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্টিত । শুক্রবার রাত ৮টায় ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের গ্রামের বাড়ি ভাওয়াল ইউসুফদিয়ায় এসভা অনুষ্টিত হয়েছে।
উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্যো রাখেন, উপনেতার কনিষ্টপুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী, তিনি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিন। বিএনপি জামাতকে না বলুন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশ আরো অনেক দুর এগিয়ে যাবে। তাই আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন দেশের উন্নয়নে অংশ নিন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যদের মোধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মোহন মিয়া, ওদুদ মাতুব্বার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমুখ।