মনির মোল্যা: সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে নৌকার পক্ষে জনসভায় জনতার ঢল। রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভার আয়োজন করেন ইউনিয়ন আওয়ামীলীগ। সমাবেশ শুরুর আগে নৌকার স্লোগানে মিছিলে মিছিলে নেতাকর্মীরা বিদ্যালয় মাঠ কানায় কানায় পুর্ন করেন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বিল্লাল খানের সভাপতিত্বে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, প্রবিন আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, গট্টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু জাফর মোল্যা, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা কৃষকলীগ সভাপতি সেলিম মোল্যা, আওয়ামীলীগ নেতা নুরুল হাজি, খোরশেদ খান, সালেহ্ আহম্মদ খসবু, কাজী মোনায়েম, বকুল মাতুব্বার, যুবলীগ নেতা দেবাশীষ নয়ন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওহিদ মোল্যাসহ স্থানীয় হাজারো নেতাকর্মী ও নৌকার সমর্থক উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এমপি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে খেলা হবে। খেলা হবে জনগনের সাথে মোনাফেক বেইমানদের। এই খেলায় জয়ী হবে সাধারণ জনগণ। সাধারণ জনগণ নৌকার পক্ষে ছিল, নৌকার পক্ষে আছে নৌকার পক্ষেই থাকবে ইনশাল্লাহ। নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শান্তির প্রতীক তাই আগামী ৭ তারিখের নির্বাচনে নৌকা মার্কায় সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাই। এলাকায় শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে নৌকার কোন বিকল্প নেই। আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী। সালথা-নগরকান্দার যত উন্নয়ন সবকিছুই তার হাত দিয়ে হয়েছে। মায়ের মত আমিও আপনাদের পাশে থেকে সারা জীবন আপনাদের সেবা করে যেতে চাই। আপনাদের সুখে দুঃখে সবার সাথে মিলেমিশে থাকতে চাই। আজকে যারা টাকার জন্য দলের সাথে বেঈমানি করছে তাদেরকে আর দলে স্থান দেওয়া হবে না।
৩১ ডিসেম্বর ২০২৩