সালথায় শামা ওবায়েদের পক্ষ থেকে যুবদল নেতা হাসান আশরাফের পূজা মণ্ডপ পরিদর্শন

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের পক্ষ থেকে যুবদল নেতা হাসান আশরাফ বুধবার (০১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত দুই শতাধিক মোটরসাইকেলের দীর্ঘ এক বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।

মোটরসাইকেলের বহর নিয়ে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন কালে বিভিন্ন মিছিলের স্লোগানে মুখরিত হয় এলাকার প্রধান সড়কগুলো। যুবদলের স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক তরুণ-যুবক এতে অংশগ্রহণ করেন। পূজা মণ্ডপে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বী পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণ উৎসব পালনের আহ্বান জানান।

পূজা মণ্ডপে বক্তব্যকালে হাসান আশরাফ বলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার নির্দেশে আমি আটঘর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছি। বিএনপি কখনো সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠে বিশ্বাস করে না। আমাদের দল সবসময় জনগণের ঐক্য ও সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা শামা ওবায়েদ ইসলামকে ধানের শীষ প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে জয়লাভ করে সকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করব।

তিনি আরও বলেন, বিগত সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। কিন্তু বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

স্থানীয় পূজারী ও সাধারণ মানুষ তার এই পরিদর্শনকে স্বাগত জানায়। তারা জানান, রাজনৈতিক নেতারা যখন পূজা মণ্ডপে আসেন তখন উৎসবের আনন্দ দ্বিগুণ হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হয়।

হাসান আশরাফের এই মোটরসাইকেল বহরকে ঘিরে এলাকায় নির্বাচনপূর্ব আলোচনা নতুন করে প্রাণবন্ত হয়ে উঠেছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments