• শনি. ডিসে. ২৭th, ২০২৫

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় কৃষকের বসতবাড়িতে প্রতিপক্ষের হামলা ও ভাঙচুর, এলাকায় উত্তেজনা

ডিসে. 26, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের বসতবাড়িতে প্রতিপক্ষের হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে।

ভুক্তভোগী কৃষকের নাম ওলিয়র রহমান। স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরের মাছ ধরা নিয়ে বাহিরদিয়া গ্রামের বাদশা মোল্লার ছোট ভাই ওলিয়র রহমানের সঙ্গে একই গ্রামের হেমায়েত মোল্লার সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে গত ২১ ডিসেম্বর বাদশা মোল্লা ও তার স্ত্রী মোছা. মর্শিদা বেগম সালথা থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, থানায় অভিযোগ দায়েরের পরদিন পুলিশ অভিযুক্তদের বাড়িতে তদন্তে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে হেমায়েত মোল্লার সমর্থক মোতাহার মোল্যার ছেলে দবির মোল্যা (৪০), মতিয়ার মোল্যার ছেলে হেফায়েত মোল্যা (৪০), সালাম মোল্যার ছেলে আব্দুল হক সাহেব (৫০) ও খালেক শেখের ছেলে জামাল শেখ (৪০)সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ওলিয়র রহমানের বসতবাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা ঘরের টিন, দরজা-জানালা ভাঙচুর করে এবং ঘরের ভেতরের আসবাবপত্র তছনছ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় পরিবারের নারী ও শিশুরা প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী ওলিয়র রহমান বলেন, “পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। থানায় অভিযোগ দেওয়ার জেরেই প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৬ ডিসেম্বর ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments