
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোঃ রাইসুল মাহমুদ হেলাল মিয়া ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ভাওয়াল গ্রামে তার নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর।
শুক্রবার বাদ জুম্মা ভাওয়াল স্কুল মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়াসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
১৬ ফেব্রুয়ারি ২০২৪











