সালথায় অবৈধভাবে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মাটি উত্তোলন করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।

এসময় ব্যক্তি জমি থেকে আইন অমান্য করে মাটি উত্তোলন করায় মো: হুমায়ূন মোল্লা নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সালথা থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বলেন, সালথা উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল গ্রামে ব্যক্তি জমি থেকে আইন অমান্য করে মাটি উত্তোলন করায় মো: হুমায়ূন মোল্লা নামের এক ব্যক্তিকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

২৮ নভেম্বর ২০২৩

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x